ADAB – Association of Development Agencies in Bangladesh

Training on Financial Management (FM) at Brahmanbaria

Training-on-Financial-Management-(FM)-at-Brahmanbaria
গত ১৩ মে, ২০২৩ এডাব ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার আয়োজন তিন দিন ব্যাপী ‘‘আর্থিক ব্যবস্থাপনা’’ এর উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এডাব ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি ও তাতুয়াকন্দি মানব কল্যান সংস্থার নির্বাহী পরিচালক জনাব এম এ আউয়ালের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন জনাব এস, এম শাহীন, সভাপতি এডাব ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখা ও নির্বাহী পরিচালক স্বনির্ভর, ব্রাক্ষণবাড়িয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাব ব্রাক্ষণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব তাহেরউদ্দীন ভূইয়া এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এডাব পরিচালক (কর্মসূচী) জনাব কাউসার আলম-কনক।
Training-on-Financial-Management-(FM)-at-Brahmanbaria-2
তিনদিন ব্যাপী ‘‘আর্থিক ব্যবস্থাপনা’’ প্রশিক্ষনে একাধিক গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অংশগ্রহণকারীদের মতামত তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয় ও ‘‘আর্থিক ব্যবস্থাপনা’’ সমন্ধে ব্যাপক ধারনা প্রদান করা হয়। তাছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষনের শুরুতে প্রাক-মূল্যায়ণ ও প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ পরবর্তী-মূল্যায়ণের আয়োজন করা হয়।
প্রশক্ষনের সমাপনী দিনে প্রশিক্ষন পরবর্তী অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে এডাব ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সভাপতির সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সেলিম শেখ। তিনি এডাবের এধরনের আয়োজনকে সাধুবাদ জানান ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন এডাব পরিচালক (কর্মসূচী) জনাব কাউসার আলম-কনক, এডাব ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব তাহেরউদ্দীন ভূইয়া, প্রশিক্ষক খলিরুর রহমান। প্রশিক্ষণে ব্রাক্ষণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার থেকে ০৫জন মহিলা ও ২২জন পুরুষসহ মোট ২৭জন অংশ গ্রহণকারী অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top