বরগুনায় “রিসোর্স মোবিলাইজেশন” ফলোআপ কর্মশালা
- ADAB
- June 24, 2023
- 10:22 am
- No Comments

গত ২৪ জুন, ২০২৩, বরগুনা
আরডিএফ এর প্রশিক্ষণ কেন্দ্রে এডাব বরগুনা জেলাশাখার আয়োজনে
দিনব্যাপি “রিসোর্স মোবিলাইজেশন” ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফলোআপ কর্মশালা উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জনাব জাকির হোসেন মিরাজ, সভাপতি এডাব বরগুনা
জেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডার, বরগুনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউল আহসান, সাবেক সদস্য এডাব কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদ ও
সভাপতি পিরোজপুর জেলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ মাসুদ আলম, সদস্য সচিব এডাব বরগুনা।
প্রশিক্ষক হিসাবে কর্মশালা পরিচালনা করেন এডাব রির্সোসপুল সদস্য ড. নরেশ চন্দ্র (মধু)। কর্মশালায় বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালী
জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহনকারী হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ
আজাদ হোসেন বাচ্চু , জনাব মোঃ মাসুদ আলম প্রমূখ। বক্তাগন উক্ত কর্মশালা আয়োজন করায় এডাবকে ধন্যবাদ জানান।