ADAB – Association of Development Agencies in Bangladesh

Training on Project Proposal Writing (PPW) at Barishal

Training on Project Proposal Writing (PPW) at Barishal May2023
প্রশিক্ষণের শুভ উদ্ভোদন : ১ম দিন
২১-০৫-২০২৩ সকাল: ৯ ঘটিকায় বরিশাল সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে এডাব বরিশাল জেলার আয়োজনে ৩দিন ব্যাপি প্রজেক্ট প্রোপোজাল রাইটিং (PPW) বিষয়ক’ প্রশিক্ষণের আয়োজন হয়। প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোদন অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভ উদ্ভোদন ঘোষনা করেন এডাব বরিশাল জেলা শাখার সভাপতি ও সেইন্ট বাংলাদেশ সংস্থা এর নির্বাহী পরিচালক জনাব কাজী জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কাউসার আলম কনক, কর্মসূচি পরিচালক এডাব ঢাকা, উদ্ভোদনী অনুষ্ঠান পরিচালনা করেন জনাব হাছিনা বেগম নীলা সদস্য সচিব এডাব বরিশাল জেলা। ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন জনাব ড. নরেশ মধু,সদস্য এডাব রিসোর্সপুল। প্রশিক্ষণে এনজিওদের প্রোজেক্ট প্রোপোজাল রাইটিং (PPW) সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে,প্রশিক্ষনার্থী হিসাবে পটুয়াখালী, ঝালকাঠি,পিরোজপুর, বরগুনা, ভোলা,ফরিদপুর,রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলার এডাব সদস্য সংস্থার ২৪ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
Training on Project Proposal Writing (PPW) at Barishal - May2023
২য় দিন :
২২-৫-২০২৩ সকাল: ৯ ঘটিকায় যথানিয়মে প্রশিক্ষন শুরু হয়ে বিকাল: ৫.৩০ মি: ২য় দিনের প্রশিক্ষন সমাপ্ত হয়।
প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠান : ৩য় দিন
২৩-০৫-২০২৩ প্রজেক্ট প্রোপোজাল রাইটিং (PPW) বিষয়ক’ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব বরিশাল জেলা শাখার সভাপতি ও সেইন্ট বাংলাদেশ সংস্থা এর নির্বাহী পরিচালক জনাব কাজী জাহাঙ্গীর কবির । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শাহ সাজেদা, শিক্ষাবিদ ও জনাব কাউসার আলম কনক, কর্মসূচি পরিচালক এডাব ঢাকা, প্রশক্ষিণ শষেে প্রশক্ষির্ণাথীদরে মাঝে সনদপত্র বতিরণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top